কক্সবাজার টেকনাফে চারটি অস্ত্রসহ আফসার কামাল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ৷ সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হ্নীলার রঙ্গিখালী এলাকার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই এলাকার ফরিদ আহমদের পুত্র।
জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী হেলাল উদ্দিনের মালিকাধীন ভাই ভাই অটো রাইস মিলে অভিযান চালালো হয় ৷ অভিযানে ধানের বস্তার ভেতরে লুকানো চারটি দেশীয় তৈরি অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ আফসার কামালকে আটক করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে দশটার দিকে এক সংবাদ সম্মেলনে বলেন, আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এএইচ