কক্সবাজারের টেকনাফের আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে প্রধান করে ৩৩ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। সরকার পরিবর্তনের পর কক্সবাজারে টেকনাফে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে এজাহারটি করা হয়। এতে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাদি হয়ে এজাহারটি দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা ৭০-৮০ জন আসামি করা হয়েছে।
অভিযোগে বাদি উল্লেখ করেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন পেট্রোল পাস্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইনসহ আরও বেশ কটি স্থাপনায় হামলা চালানো হয়। এতে ব্যাপক গোলাগুলি ও ভাঙচুরের পাশাপাশি দোকানপাট লুটপাট করা হয়।
এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি বলেন, ‘এজাহার পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ডিজে