টেকনাফে বজ্রপাতে প্রাণ গেল জেলের

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে বেলাল উদ্দিন (৩০) নামে এক জেলে মারা গেছেন।

বুধবার (২ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দিন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাসিন্দা টেইল্যা পাড়ার কবির আহমদের ছেলে।

হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী জানান, বুধবার সকালে ঝাঁকি জাল নিয়ে খালে মাছ শিকারে যায় বেলাল উদ্দিন। এসময় প্রবল বৃষ্টি ও বজ্রপাত চলাকালে বিকট শব্দে বজ্রপাতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm