চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে টি কে গ্রুপের এক ডিলারের গুদামে মিলেছে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল। বাজারে সংকট তৈরি করতেই এসব তেল মজুদ করা হয়েছিল। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) সকালে ওই এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানতে পারে—চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলিতে ‘মেসার্স এমএম এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানে ৪২৩ কার্টুন সয়াবিন তেল মজুদ রয়েছে। কিন্তু তাদের ইনভয়েস চালানে কম উল্লেখ করা আছে। লিটারের হিসেবে তা প্রায় ৬ হাজার ৭০০ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি কে গ্রুপের ডিলার।
একইসঙ্গে প্রতিষ্ঠানটি বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অন্য ব্র্যান্ডের পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মজুদ করা তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এদিকে অপর অভিযানে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় আল রায়া (Al Raya) নামে একটি সুপার শপকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচুর, অননোমুদিত বিদেশি প্রসাধনী, দুধ, ঘি এবং নকল পণ্য ছিল। এছাড়াও প্রতিষ্ঠানটিও সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করেছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, অভিযানে দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বহদ্দারহাট কাঁচা বাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকার বিরোধী সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
আইএমই/ডিজে