আগামী ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের কমিউনিটির অংশগ্রহণে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে থিম প্যারেড। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ কমিউনিটিসহ (বিসিকিউ) বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠন।
কাতারে চট্টগ্রাম সমিতি দীর্ঘদিন ধরে বিভক্ত। ফলে এর কোন কর্মসূচিও চোখে পড়ে না। তবে এবার জাতীয় দিবসের প্যারেডকে ঘিরে ঐক্যবদ্ধ হয়েছে দুই সংগঠনের নেতারা। সিদ্ধান্ত নিয়েছে থিম প্যারেডে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে টিম চট্টগ্রাম।
মঙ্গলবার (১১ ডিসম্বর) রাজধানী দোহার নাজমা দাওয়াত হোটেলে জাতীয় দিবস উদযাপনকে সামনে রেখে সমবেত হয়েছিলেন চট্টগ্রাম সমিতির শীর্ষ নেতারা। এ সময় নেতাদের মধ্যে দেখা গেছে ঐক্যের সুর।
সভার শুরুতেই জাতীয় দিবসে টিম চট্টগ্রামের থিম প্যারেডের কৌশল উপস্থাপন করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু এবং চট্টগ্রাম সমিতি কাতারের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হারুন। এতে আরবীয় সাম্পানের ইতিহাস ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির আলোকিত উপস্থাপনের সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রামের চিত্রশিল্পী মিল্লাত কামালকে দায়িত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি কাতারের সাধারণ সম্পাদক মো. ইউছুফ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শাহ, নুরুল আলম, মো. মহসিন খান, ফজল কাদের, কাজী আশরাফ হোসাইন, জিয়াউদ্দিন জিয়া, মো. মহিউদ্দিন, এম আবদুল মান্নান, শেখ জয়নাল, শফিকুল ইসলাম শফি, আলম শাহ, মো. সেলিম রেজা, প্রবাসী সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন মামুন, মহিউদ্দিন চৌধুরী।
বৃহত্তর চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু বলেন, ঐতিহাসিকভাবে আমরা চট্টগ্রামবাসী সবসময় ঐক্যবদ্ধ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, একুশের প্রথম কবিতা রচনা, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে চট্টগ্রাম ছিল সবকিছুর আগে। আশাকরি কাতারেও ঐক্যবদ্ধ হয়ে আমরা চট্টগ্রামবাসী প্রথম হতে চাই।
সভা শেষে কাতারস্থ রাউজান সমিতির সভাপতি সাবেক ছাত্রনেতা মো. মহসিন খান চট্টগ্রাম সমিতির ঐক্য প্রক্রিয়া বিষয়ে বলেন, ‘কাতারে জাতীয় দিবস উদযাপন নিয়ে আমাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়েছে এই কর্মসূচি সফল করে অচিরেই আমরা ঐক্যবদ্ধ চট্টগ্রাম সমিতি নিয়ে কাজ শুরু করতে পারবো।’
আগামী ১৮ জানুয়ারি টিম চট্টগ্রামের থিম প্যারেড সফল করতে কাতারে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সিপি