চট্টগ্রামের এক জনপ্রতিনিধি তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা রয়েছে স্থিতিশীল।
তৃতীয় দফা করোনাভাইরাসে আক্রান্ত এই জনপ্রতিনিধি হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন প্রথম দফায় করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আসেন। এরপর আবার করোনায় আক্রান্ত হলে বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে সুস্থ হয়ে ওঠেন। এর মধ্যেই গত ৭ ফেব্রুয়ারি তিনি নিজে টিকা গ্রহণ করার মাধ্যমে মিরসরাইয়ে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে গত কয়েকদিন ধরে তার শরীরে আবারও অসুস্থতা বোধ করায় চিকিৎসকের পরামর্শে একইসঙ্গে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নমুনা জমা দেন করোনা পরীক্ষার জন্য। কিন্তু মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলেও ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে রিপোর্ট পজেটিভ বলে জানানো হয়।
এর মধ্য দিয়ে এই উপজেলা চেয়ারম্যান টিকা নিয়েও মোট তিনবার করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে তার স্ত্রী আক্রান্ত হয়েছেন একবার।
সিপি