টিকার খালি শিশি নিয়ে পালাতে গিয়ে আটক চবি শিক্ষার্থী

করোনাভাইরাসের টিকা দিয়ে টিকার খালি ভায়াল নিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীর নাম কমল দাশ। সে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসেন বলেন, কমল দাশ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী
করোনার টিকা দেওয়ার পর কাউকে কিছু না বলে একটি খালি ভায়াল নিয়ে চলে যাচ্ছিল। আমরা তাকে কয়েকবার ডাকার পরেও সে ফেরেনি। পরে আমরা পুলিশের সহায়তায় তাকে আটক করি।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সে জানায় খালি ভায়াল সে গবেষণার জন্য নিয়েছিলো। পরে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী টিকা দিয়ে কাউকে না বলে একটি ভায়াল নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে। সে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে।’

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!