টার্গেট মিস, বড় ভাইয়ের বদলে সন্ত্রাসীদের ৬ গুলিতে ছোট ভাই নিহত

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হয়েছে এক মাছ ব্যবসায়ী। নিহত যুবকের মো. রিপন (২৯)।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত রিপনের সঙ্গে কারোর কোন শত্রুতা ছিল না। তবে বড়ভাই বিকনের কাছ থেকে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। সন্ত্রাসীরা বড়ভাইকে হত্যা করতে এসে ভুলে হয়তো ছোটভাই রিপনকে গুলি করে হতয়া করেছে।

রাজস্থলী থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সংঘবদ্ধ একটি অস্ত্রধারী দল এসে রিপনকে গুলি করে পালিয়ে যায়। কারা এ ঘটনার সাথে যুক্ত তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ আটক হয়নি।’

স্থানীয়রা জানিয়েছে, সন্ত্রাসীরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় থাকা রিপনকে ব্রাশ ফায়ার করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত রিপনের মাথা ও বুকে ৬টি গুলি লেগেছে। কোন ধরনের রাজনীতির সাথে রিপন যুক্ত ছিলেন না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm