টাটার সঙ্গে মিলে দুই ক্যান্সার হাসপাতাল হচ্ছে বাংলায়, মমতার ঘোষণা

0

ভারতের মুম্বাইয়ের ক্যান্সার হাসপাতাল টাটা মেমোরিয়ালের সঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে দুটি ক্যান্সার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মূলত বাংলাভাষী রোগীদের দুর্ভোগ ও খরচের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুম্বাইয়ের ক্যান্সার হাসপাতালটিতে বাংলাদেশ থেকেও প্রচুর রোগী গিয়ে থাকেন প্রতি বছর।

মুম্বাই টাটা মেমোরিয়ালের সঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে দুটি ক্যানসার হাসপাতাল বানানোর ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এর একটি তৈরি হবে কলকাতার পিজি হাসপাতাল (এসএসকেএম) এবং দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বুধবার (৩০ জুন) পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

s alam president – mobile

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের অনেকেই ক্যানসারে আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে যায়। কিন্তু সেখানেও নানা ধরনের সমস্যায় পড়তে হয় তাদেরকে। কখনও কখনও চিকিৎসকদের দেখানোর জন্য সিডিউল পাওয়া যায় না। তার ওপর ভাষাগত সমস্যা এবং থাকা-খাওয়া নিয়েও সমস্যায় পড়তে হয় বাংলার অনেককেই।’

তিনি বলেন, ‘এটা নিয়ে ভাবার পর আমরা সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেছিলাম। টাটা মেমোরিয়াল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে দুটি ক্যানসার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর একটি তৈরি হবে কলকাতার পিজি হাসপাতাল (এসএসকেএম) এবং দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে একবার এই হাসপাতাল তৈরি হলে মানুষকে আর চিকিৎসার জন্য কষ্ট করে ভিনরাজ্যে যেতে হবে না। বাংলায় হওয়ায় স্বাভাবিকভাবেই চিকিৎসার খরচও অনেকটাই কমবে। ফলে রাজ্যবাসী আর্থিক এবং শারীরিক ভোগান্তি কম হবে। খুব শিগগিরই হাসপাতালের কাজ শুরু হবে।’

Yakub Group

বাংলাদেশ থেকে প্রতিবছর চিকিৎসার জন্য বিপুলসংখ্যক ক্যান্সার রোগী ভারতের মুম্বাইয়ের ক্যান্সার হাসপাতাল টাটা মেমোরিয়াল ছাড়াও তামিলনাড়ুর ভেলোরে গিয়ে থাকে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!