টাইগারপাস থেকে অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস রেলওয়ে পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশিয় বন্দুক, একটি কার্তুজ, একটি ফোল্ডিং ছুরি ও একটি চাপাতিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জিকু চন্দ্র দাশ (২৬), মো. শোয়েব (৩০) ও মো.সাজ্জাত হোসেন (২৬)।

রোববার (২২ ডিসেম্বর)দিবাগত রাত ১.৩০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস রেলওয়ে পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশিয় বন্দুক, একটি কার্তুজ, একটি ফোল্ডিং ছুরি ও একটি চাপাতিসহ জিকু চন্দ্র দাশ (২৬),মো. শোয়েব(৩০) ও মো. সাজ্জাত হোসেন(২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এনজে/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm