জয় নিয়ে গোকুলাম কেরালা আর তেরেঙ্গানু এফসি সেমিতে

জয় হলে সোনায় সোহাগা, ড্র হলেও চলবে এরকম এক ম্যাচে চেন্নাই সিটিকে টানা তৃতীয় হার উপহার দিয়ে সেমির টিকিট কাটলো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে শেষ মুহুর্তে নাম লেখানো গোকুলাম কেরালা। অন্য ম্যাচে যেখানে বসুন্ধরা কিংসের সামনে জয় ছাড়া কোন উপায় ছিল না সেখানে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন দলটি।

লি অ্যান্ড্রু টাকের হ্যাটট্রিকে বসুন্ধরা কিংসকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লেখালো মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি। তেরেঙ্গানুর হয়ে হ্যাটট্রিক করেন লি অ্যান্ড্রু টাক (৪৫+১ মিনিটে, পেনাল্টি; ৪৫+৩ মিনিটে, পেনাল্টি ও ৭৫ মিনিটে)। অন্য গোলটি করেন মোহাম্মদ অ্যালিয়াস।

বসুন্ধরার হয়ে গোল দুটি করেন ড্যানিয়েল কলিন্দ্রেস সোলেরা (২৭ মিনিটে) ও মোহাম্মদ জালাল কদৌহ (৮৩ মিনিটে)।

এর আগে দিনের প্রথম খেলায় হেনরি কিসেক্কার জোড়া গোলের সুবাদে স্বদেশী চেন্নাই সিটিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটলো ভারতের গোকুলাম কেরালা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই গোকুলাম কেরালাকে লিড এনে দেন উগান্ডার স্ট্রাইকার হেনরি কিসেক্কা। তিন মিনিট বাদে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ম্যাচের নায়ক এ কিসেক্কা।

তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে তেরেঙ্গানু। সমান ম্যাচে সমান জয় ও ড্রয়ে সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে গোকুলাম কেরালা।

সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী লড়বে ভারতের গোকুলাম কেরালার বিপক্ষে। আর শেষ চারের অপর ম্যাচে তেরেঙ্গানু মোকাবেলা করবে ভারতের আরেক দল মোহন বাগানকে।

সেমিফাইনালের ম্যাচ দুটি হবে ২৮ অক্টোবর। একদিন বিরতির পর ৩০ অক্টোবর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!