জ্যোতি ফোরামের শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে জ্যোতি ফোরামের উদ্যোগে তৃতীয়বারের মতো শিশু-কিশোর সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।

শুক্রবার (৪ অক্টোবর) ফটিকছড়ির হারুয়ালছড়ির শোকর-এ মওলা মনজিলে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক.) ৩৬তম বার্ষিক ওরস উপলক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গবেষক ও লেখক মো. শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন তাওরাত।

মো. নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ মো. শফিউল আজিম সুমন, সৈয়দ মোহাম্মদ গোফরান উদ্দীন, আশেকানে হক ভান্ডারি, শোকর-এ-মওলা মনজিলের সভাপতি মোহাম্মদ আজম, সহ-সভাপতি মোহাম্মদ এহসান উল্লাহ, শোকর-এ-মওলা মনজিল পরিচালনা পর্ষদের কর্মকর্তা মো. সজিবুল হাসান চৌধুরী এবং মো. সাজীদুল হাসান চৌধুরী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী, জ্যোতি ফোরাম, আশেকানে হক ভান্ডারিসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারাঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm