বঙ্গবন্ধুর খুনি ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে জড়িত সকলকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বাকলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
শুক্রবার (৪ নভেম্বর) মিছিলটি বাকলিয়া থানার রাহাত্তারপুল মোড় থেকে শুরু করে ফাইওভার ব্রিজের চারদিক প্রদক্ষিণ করে পুনরায় আগের জায়গায় এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সৈকত দত্ত।
মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকর করার জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রনেতা রায়হান, আরফাত, রিমন, বায়জিদ, সাকিব, সিফাত, সফিক, সাইদ, মিরাজ, মাহফুজ, আলভি, নয়ন, মিনহাজ, ইফতু।