পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ জেল হত্যা দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করে। বুধবার (৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেল হত্যার মত ন্যাক্কারজনক ঘটনা বিশ্বের কোথাও ঘটেনি। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাঙালি জাতির জন্য কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল। সেদিন জাতীয় ৪ নেতাকে বন্দিদশা অবস্থায় নির্মমভাবে হত্যা করে কাপুরুষের দল। এদের প্রেতাত্মারা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের চিহ্নিত করে বিষদাঁত ভেঙে দিতে হবে।
কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধাই চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম বেলাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান টিপু, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কোরবান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দীন, ঈসা খান, আসহাব উদ্দীন, যুগ্ন সম্পাদক সফর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিনও অনুষ্ঠানে জেল হত্যা দিবসের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম, ডাক্তার রফিকুল ইসলাম, নুরুল আমিন, আজম খান, হাজী আলম মেম্বার, হাসেম কোম্পানী, সাইফুল ইসলাম, আবু তাহের মেম্বার, শাহাদাত হোসেন, হারুন সও, আবু জাফর চৌধুরী বাবুল, দিদারুল আলম, সাইফুল ইসলাম মামুন, আবুল কালাম সও, নজরুল ইসলাম খোকা, কে এম আজমগীর টিপু, শফিউল আজম নিজামী, আব্দুল মান্নান, কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল কাসেম আকাশ, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম নুরু, আমজাদ হোসেন বাদশা, লোকমানসহ আরও অনেকে।
এছাড়া কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালাউদ্দীন সরোয়ার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, কুসুমপুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, শাহজাহান, মহি উদ্দীন রহিত, রেজাউল করিম মুন্না, সাঈদুল হক বাবলু, ইউছুপ পাশা, মো. জুনায়েদ, সরোয়ার জামান অভি, আবির আদনান ফয়সাল, গোলাম মুহাম্মদ সরোয়ার, ফয়সাল মাহমুদ, রোমেল, হৃদয়, আসিফ, সানভি, রিমন, শাকিল, আরিফ, জুয়েল, আশরাফুল, রিপন, ইফতেখার, আরফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএস