দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তারের নয়দিন পর কারাগার থেকে জামিনে বের হলেন ফটিকছড়ি উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম।
এর আগে গত ২৬ জানুয়ারি সরকারি কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান জানে আলমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলা দায়ের করেন কার্যালয়টির সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম।
সেই মামলায় ১২ এপ্রিল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভুঁইয়া মামলার শুনানি শেষে গ্রেপ্তারের আদেশ দেন।
বুধবার (২০ এপ্রিল) বিকালে উচ্চ আদালতে জামিন আবেদন মঞ্জুর হলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের বাসায় ফেরেন জানে আলম। এরপর বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ির বিবিরহাট থেকে মোটরসাইকেল শোভাযাত্রায় তাকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।
মোটরসাইকেল শোভাযাত্রাটি ফটিকছড়ি-রামগড় সড়কে মিছিল করে দাঁতমারা ইউনিয়ন পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে জানে আলম বলেন, ‘দাঁতমারার মানুষ গণসংবর্ধনা দিয়ে আমাকে যে ভালোবাসা দিয়েছে তা আমি মৃত্যু পর্যন্ত মনে রাখবো। আজকে আপনারা যারা আমাকে বরণ করতে এসেছেন সবাই আওয়ামী লীগের না। এখানে দলমত ও জাতি-ধর্ম নির্বিশেষে সকল জনতার ভালোবাসা প্রতিফলন হয়েছে। ষড়যন্ত্রকারীরা আমাকে জেলে পাঠিয়ে দাঁতমারার উন্নয়ন কাজ থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি জেলে বসেও আপনাদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেছি। আসার সময়ও ফোনে ব্রিজের কাজের কথা বলতেছিলাম।’
এএস/ডিজে