বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলার উদ্যোগে ২৪ আগস্ট সমিতির সভাপতি কে এম বায়েজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এম এ লতিফ এমপি। প্রধান বক্তা ছিলেন পরিবার পরিকল্পনার লাইন পরিচালক ও পেশাজীবি সমন্বয় পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ডা. শরীফ এমওএমসিএইচ। বিশেষ অতিথি ছিলেন এমওএমসিএইচ চট্টগ্রাম জেলার উপ পরিচালক ডা. উ্য খ্যে উইন, স্বাধীনতা নারী শক্তি (চট্টগ্রাম ১১) পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম।
বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, কে এম বায়েজিদ, সাইফুল ইসলাম, আতিকুর রহমান, ফরহাদ হোসাইন প্রমুখ।