জেলগেটে টানা জেরার মুখে ওসি প্রদীপের ৭ ঘন্টা

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনায় টেকনাফ থানার বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাশকে প্রায় ৭ ঘন্টা জেল গেইটে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। দুপুরের খাবারের সময়টা ছাড়া টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে ওসি প্রদীপের জবানবন্দি গ্রহণ করে তদন্ত কমিটি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত দল কক্সবাজার জেলা কারাগার ফটকে ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে ওসির প্রদীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই দেওয়া হবে প্রতিবেদন।

তিনি বলেন, আমরা দীর্ঘ সময় ধরে ওসি প্রদীপের সঙ্গে কথা বলেছি। তার দেওয়া তথ্য এবং আগে পাওয়া তথ্যগুলো আমরা বিশ্লেষণ করছি। আশা করছি, সরকারের দেওয়া সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন দিতে পারবো।

এদিকে কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, দুপুরের খাবারের সময়টা ছাড়া নিরলস জিজ্ঞাসাবাদ চালিয়ে ওসি প্রদীপের জবানবন্দি গ্রহণ করেছে তদন্ত কমিটি।

এর আগে মেজর সিনহা মোঃ রাশেদ হত্যা মামলার তদন্ত সংস্থা র‌্যাব বিভিন্ন সময় ওসি প্রদীপকে ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কারণে তার সাক্ষাৎ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত এই তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বারবার পিছিয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময়ের আবেদন করে তদন্ত কমিটি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm