‘জেন্টেলম্যান ভাতেও মরে, শীতেও মরে’—বললেন নওফেল

শিক্ষার্থীদের ডিগ্রী অর্জনের গৌরব ঝেড়ে ফেলে দিয়ে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা ও কর্মমুখী
হওয়ার জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে হাটহাজারীতে করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘কৃষিভিত্তিক শিক্ষা অর্জন করলে বেকার থাকতে হবে না। তাই কৃষির দিকে এগোতে হবে। সরকারি চাকরিই আশায় শিক্ষার্থীদের বসে থাকলে হবে না। শিক্ষার্থীদের নিজের পায়ে দাড়ানোর জন্য সিভাসুর মাধ্যমে কৃষিতে দক্ষ কর্মী সৃষ্টি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কর্মমুখী ও দক্ষতাভিত্তিক কাজে যোগ দিতে হবে। দক্ষতাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করে যাচ্ছে। এর জন্য ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক করা হচ্ছে। নতুন নতুন ইক্যুইপমেন্ট ক্রয় করে এ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোন বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে কাজে যোগ দিতে হবে। প্রশিক্ষণ ছাড়া কোন কাজ করা যাবে না।’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। এতে ডিগ্রী কোন লাভে আসবে না। ডিগ্রী অর্জনের গৌরব ঝেড়ে ফেলে দিতে হবে। কাজ শুরু করতে হবে। জেন্টেলম্যান হলে চলবে না। কারণ জেন্টেলম্যান ভাতেও মরে শীতেও মরে।’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজকে দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু সুশৃঙ্খল নাগরিক চেয়েছেন। কিন্তু তা দেখে যেতে পারেননি। ঘাতকরা তাকে ১৯৭৫ সালে নির্মমভাবে তাকে খুন করেছেন। তাঁর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

ছাত্রলীগের কর্মীদের উদেশ্য তিনি বলেন, ‘দলীয় পদের পেছনে দৌঁড়ে কোন লাভ নেই। কাজের দিকে দৌঁড়াতে হবে। সৃষ্টিশীল রাজনীতি করতে হবে। প্রধানমন্ত্রী এমনিই চান। রাজনীতির পেছনে দৌঁড়ে মাথা ফাটাফাটি করে লাভ কি? মোটরসাইকেলে করে ঘুরে নেতা হওয়া যায় না। এমন নেতার কর্মীরও চরম দুর্ভোগ। এ মনসিকতা থেকে বের হয়ে দক্ষতা, শিক্ষায় এগিয়ে আসুন।’

উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সিভাসুর উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সিভাসু মৎস্য বিভাগের ডিন প্রফেসর নুরুল আবছার খান, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী স্বাস্থ্য কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম প্রমুখ।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!