জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 1প্রতিদিন রিপোর্ট : বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (পিডিবি)।
রবিবার (৪জুন ) বেলা ১১টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বধায়ক ডা. সুলীল কুমার বড়ুয়া।

সুলীল কুমার বড়ুয়া জানান, ‘সকালে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর নিজস্ব জেনারেটর দিয়ে কোনও মতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তবে রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ সচল করা না হলে রোগীদের অন্ধকারে রাত কাটাতে হবে।’

পিডিবি সূত্র জানায়, জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মোট ৫৩ লাখ টাকা বকেয়া বিল পাওনা আছে। এর মধ্যে ৩৩ লাখ টাকা মূল বকেয়া। বাকি ২০ লাখ টাকা বকেয়া বিলের বিলম্ব ফি।

পিডিবি চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫৩ লাখ টাকা বকেয়া বিল পাওনা আছে। বয়েকা বিল পরিশোধ করতে কয়েক দফায় তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। এরপরও ওই প্রতিষ্ঠান কোনও টাকা পরিশোধ করেনি। তাই আজ সকালে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ksrm