২০১৯ শিক্ষাবর্ষের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয়া ১ হাজার ২৭৪ টি বিদ্যালয়ের মাঝে শতভাগ পাস করেছে ১০২টি বিদ্যালয়। তার মধ্যে সর্বাধিক জিপিএ-৫ পেয়ে সেরা পাঁচের প্রথমে এগিয়ে আছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
দ্বিতীয় সেরার তালিকায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় সেরায় বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (বাওয়া), চতুর্থ সেরায় নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এবং সেরা পাঁচে রয়েছে সরকারি মুসলিম হাই স্কুল।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে অংশ নেওয়া ৩৪৩ জন পরীক্ষার্থীর মাঝে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসিতে অংশ নেয় ৩২৫ জন এবং জিপিএ ৫ পায় ২৭৮ জন। বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের ৫০২ জনের মধ্যে জিপিএ-৫ পায় ২৪১ জন। নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৫৯৪ জন পরীক্ষার্থীর মাঝে জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন এবং সরকারি মুসলিম হাই স্কুল থেকে ৩২২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭০ জন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ ফলাফল ঘোষণা করেন।
এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮ হাজার ৯৬২ জন। পাসের হার ৮২.৯৩ শতাংশ। পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন। এরমধ্যে ছাত্র ৯১ হাজার ৭৯ জন এবং ছাত্রী ১ লাখ ১৪ হাজার ৭৯২ জন। মোট পাসের হার গত বছরের তুলনায় ১.৪১ শতাংশ বেশি। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ২.৯৩ শতাংশ বেশি। এর মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী ৩ হাজার ৬২২ জন এবং ছাত্র ২ হাজার ৪১৮ জন।
এসআর/এসএইচ