জেএমসেন হলে নন্দনকানন ইসকনের নিত্যসেবা সদস্য সম্মেলন

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নিত্যসেবা সদস্য সম্মেলন চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) ইসকনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান কার্যালয় নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের ২৫তম কেন্দ্রীয় রথযাত্রা মহোৎসব উপলক্ষে এ আয়োজন করা হয়।

এতে ‘ভগবৎ সেবার গুরুত্ব’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নন্দনকাননের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী এবং সঞ্চালনায় ছিলেন সৌম্য কানাই দাস ব্রহ্মচারী।

সভায় মুখ্য আলোচক ছিলেন ভারতের শ্রীধাম মায়াপুরের শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ।

স্বাগত বক্তব্য রাখেন ইসকন নন্দনকানন সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী।

বক্তারা বলেন, মানব জীবনের একমাত্র উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া। তাঁর মাধ্যমে চরমমুক্তি বা সার্থকতা লাভ করে গোলক বৃন্দাবনে ভগবানের সেবা অধিকার লাভ করা।

পরে সমস্ত সদস্যদের পারমার্থিক কল্যাণে সমবেত প্রার্থনা, বৈদিক নৃসিংহ হোমযজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈদিক হোমযজ্ঞে পৌরহিত্য করেন সুবলসখা প্রেম দাস ব্রহ্মচারী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm