জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার চান্দগাঁওয়ে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার একটি জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ প্যাকেট তাস ও সাড়ে তিন হাজার টাকা জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) রাত ৯টায় বাদশা চেয়ারম্যান ঘাটার ছবুর বাপের বাড়ির মুছার বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৫ জুয়াড়ি হলেন— মো. মুছা (৬০), মো. মোখতিয়ার (৪৫), আবুল বশর (৫২), রাজুউল বেলাল (৪৩) ও মো. নবী (৫২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চেয়ারম্যান ঘাটায় এক জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে ৩-৪ জন পালিয়ে যায়। এসময় ৩ হাজার ৫০ টাকাসহ পাঁচ প্যাকেট জুয়া খেলার তাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা হয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!