সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংশয় ও দ্বিধার মধ্যেই অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হলো অনলাইনে ক্লাস। অনলাইন ক্লাসের প্রথমদিনে বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটে ৮৮টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দেশের অন্যতম প্রধান এই বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বঘোষিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদভুক্ত ৪৮টি বিভাগ ও ৬টি ইনিস্টিটিউটের প্রায় সব বিভাগেই অনলাইনে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত মোট ৮৮টি ক্লাস সম্পন্ন হয়। এতে উপস্থিতির হার মোটামুটি সন্তোষজনক।
অনলাইন ক্লাসে অংশ নেওয়া যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান উদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রথম দিনে আমাদের দুটি ক্লাস হয়েছে। আমরা সুন্দরভাবে ক্লাস করেছি। স্যারদেরকে প্রশ্ন করেছি, তারা উত্তরও দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘প্রথম ক্লাসে উপস্থিতির হার ছিল ৫৫ শতাংশ। দ্বিতীয় ক্লাসে উপস্থিতির হার ছিল ৬০ শতাংশ।’
আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এসএম ফাহাদ বলেন, ‘আমাদের তৃতীয় বর্ষের প্রথম ক্লাস হয়েছে অনলাইনে। সবকিছু ভালোই লেগেছে। উপস্থিতির হারও বেশ ছিল।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসম মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জুম অ্যাপের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনে সকাল থেকে রাত পর্যন্ত ৮৮টি ক্লাস হয়েছে। উপস্থিতির হারও মোটামুটি সন্তোষজনক।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে বেশ আগ্রহী। ক্লাসের সংখ্যা বাড়তে থাকবে। আমরা ক্লাসের সংখ্যা ও উপস্থিতির হার— এ সবকিছু কয়েকদিন পর পর মূল্যায়ন করবো।’
এমআইটি/সিপি