জুতা পায়ে শহীদ মিনারে উঠে সাতকানিয়া ইউএনওর শহীদ স্মরণ!

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় জুতা পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উঠে বুদ্ধিজীবীদের স্মরণ করলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন।

শনিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে উঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, কলেজ ছাত্রলীগ নেতা কামাল উদ্দীনসহ আরও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। তবে ইউএনওর পায়ে জুতা থাকলেও অন্যদের পায়ে জুতা ছিল না।

জুতা পায়ে শহীদ মিনারে ইউএনওর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধাসহ স্থানীয়দের মধ্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তার এমন কাণ্ডে হতবাক অনেকে। তারা বলছেন, ‘শহীদদের স্মরণ করতে নয়, তিনি ফটোসেশন করতে শহীদ মিনারে গিয়েছিলেন।’

অথচ সাতকানিয়ার ইউএনও বললেন, ‘আমার পায়ে জুতো ছিল না। আমার কাছে ছবি আছে।’
অথচ সাতকানিয়ার ইউএনও বললেন, ‘আমার পায়ে জুতো ছিল না। আমার কাছে ছবি আছে।’

স্থানীয় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জুতা পায়ে শহীদ মিনারে উঠা শহীদদের অবমাননা। মুক্তিযোদ্ধাদের জন্য এটা চরম অপমানজনক।’

সাবেক সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের বলেন, ‘বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আসতে ইউএনও মহোদয় আমাকে বারবার ফোন করছিলেন। আমার শহরে ফেরার তাড়া থাকায় আমি নিজেই তাকে জুতো খুলতে দিইনি।’

তবে বিষয়টি পুরো অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘আমার পায়ে জুতো ছিল না। আমার কাছে ছবি আছে।’

এএইচ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm