জিপ-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু কাউখালীতে

রাঙামাটির কাউখালীতে চাঁদের গাড়ি (জিপ) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাণীরহাট-কাউখালী রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার ফারহানা আক্তার ইতি, আরফিনা সরকার প্রিয়া, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার মো. আজিম, কক্সবাজার রামু উপজেলার এলাহী বকস্। তবে আরেকজন নাম-পরিচয় পাওয়া যায়নি।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ফরিদা বিনতে রহমান জানান, স্থানীয়রা আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পথেই মো. মাসুদ মারা যান এবং আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাণীরহাট কাউখালী রাস্তার মাথায় চাঁদের গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চাঁদের গাড়ির চালক পালিয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm