জিপিএইচ ইস্পাত ও এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি

জিপিএইচ ইস্পাতের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে বন্দরনগরীর একমাত্র আইএসও: ১৫১৮৯ এক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার।

অপারেশন্স চুক্তিতে স্বাক্ষর করেন জিপিএইচ ইস্পাতের ট্যালেন্ট এন্ড ডেভলাপমেন্ট বিভাগের প্রধান অতনু গুপ্ত এবং এপিক হেলথ কেয়ারের এজিএম ডা. ইমতিয়াজ উদ্দিন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের পক্ষে এইচ আর ম্যানেজার মো. হামেদ হাসান রিয়াদ, এইচ আর এসিস্ট্যান্ট ম্যানেজার মো. রুবাইয়াত হোসেন এবং এপিক হেলথ কেয়ারের পক্ষে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিরেক্টর তানজিনা কবির, কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড ম্যানেজার জহির রায়হান, কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড এসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ।

s alam president – mobile

এই চুক্তির ফলে জিপিএইচ ইস্পাত পরিবার এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা ভোগ করবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!