জিন্নাতের পক্ষ নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতার বিষোদগার

খুনের দায়ে অভিযুক্তও প্রচারণায়

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ‘বিতর্কিত’ প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণায় নেমে এবার গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করলেন চট্টগ্রাম ইসলামিয়া কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ।

বৃহস্পতিবার (১২ মার্চ) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শীলপাড়া কলোনীতে ‘বির্তকিত’ প্রার্থী জিন্নাত আরা লিপির ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি জিন্নাতকে আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী ঘোষণা দেন। এ সময় তিনি বিভিন্ন গণমাধ্যমে জিন্নাতের মনোনয়ন বাতিল করে ফেরদৌসী আকবরকে মনোনয়নের বিষয়টি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে চেয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বক্তব্যের মাঝে বিষয়টি চলে এসেছে।’

জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর আগ্রাবাদে দুপুরে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন আওয়ামী লীগের মনোনয়ন ‘বাতিল’ হওয়া ১১ নম্বর ওয়ার্ডের (ওয়ার্ড নম্বর ২৮, ২৯ ও ৩৬) প্রার্থী জিন্নাত আরা লিপি। তার ক্যাম্প উদ্বোধনীতে মহিউদ্দিন চৌধুরী পত্নী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন প্রধান অতিথি থাকবেন বলে প্রচার করা হলেও তিনি উপস্থিত ছিলেন না।

এ আয়োজনে অতিথি ছিলেন ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান আজিজ এবং দ্বিতীয় স্ত্রী কাজী কানিজ ফাতেমা সুমাইয়াকে পুড়িয়ে হত্যার মামলায় বহুল আলোচিত শেখ নওশেদ সরোয়ার পিল্টু।

তবে হাসিনা মহিউদ্দিন উপস্থিত না থাকার বিষয়ে একটি সূত্র বলছে, মিথ্যা পরিচয়ে মনোনয়ন বাগিয়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগে জিন্নাতের দলীয় মনোনয়ন ‘বাতিল’ হওয়ার পর দলীয় হাইকমান্ডের প্রশ্নের মুখে পড়তে পারেন—এমন আশংকায় অনুষ্ঠানটি কৌশলগত কারণে এড়িয়ে গেছেন হাসিনা মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জিন্নাতকে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বেসরকারি কারা পরিদর্শক আজিজ বলেন, ‘জিন্নাত আরা লিপি মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী। বিভিন্ন গণমাধ্যমে উনাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আপনারা কেউ গুজবে কান দেবেন না।’

জিন্নাতের পক্ষ নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতার বিষোদগার 1

এই বক্তব্যের একটি ভিডিও রেকর্ড চট্টগ্রাম প্রতিদিনের হাতে রয়েছে।

তবে গণমাধ্যমকে নিয়ে আজিজের বিষোদগারের বিষয়টি জানতে চেয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বক্তব্যর মাঝে বিষয়টি চলে এসেছে।’ তিনি বলেন, ‘আমি তো শুধু উনার (জিন্নাত) জন্য যাইনি। প্রধান অতিথি হিসেবে হাসিনা মহিউদ্দিন উপস্থিত থাকবেন—এমন কথা জেনে তাই আমি সেখানে গিয়েছি। মনে করছি উনি প্রধান অতিথি, উনি আসবেন।’

নগরীর আগ্রাবাদ শীলপাড়া বারেক বিল্ডিং এলাকায় জিন্নাতের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে আজিজের ওই বক্তব্যর সময় তার পাশে দাঁড়িয়েছিলেন কাজী কানিজ ফাতেমা সুমাইয়াকে পুড়িয়ে হত্যার মামলায় বহুল আলোচিত শেখ নওশেদ সরোয়ার পিল্টু। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রভাব দেখিয়ে অবৈধভাবে ক্যারেট ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে পিল্টুর দাবি, তিনি ওই হত্যামামলা থেকে রেহাই পেয়েছেন। তবে এর সত্যাসত্য নিশ্চিত করা যায়নি।

নওশেদ সরোয়ার পিল্টু নামে এই ব্যক্তির ব্যাপারে জানতে চাইলে আজিজ বলেন, ‘পিল্টু যেহেতু কেন্দ্রীয় রাজনীতি করে ওই হিসেবেই চেনা-জানা আছে।’

এদিকে হত্যামামলা সম্পর্কে জানতে চাইলে পিল্টু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমার বিরুদ্ধে আগে একটি হত্যামামলা ছিল। কিন্তু এখন নেই। রাজনীতি করলে হত্যামামলা থাকাটা স্বাভাবিক।’ তবে পিল্টু নিজেকে কেন্দ্রীয় নেতা দাবি করলেও তার দলীয় পরিচয়ের বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতারা নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে শেখ নওশেদ সরোয়ার পিল্টু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গোসাইলডাঙ্গা এলাকায় আমার বাইরে কোন কথা নাই। সবার থেকে জিজ্ঞাসা করেন। একমাত্র আমিই আছি।’

হত্যামামলা থেকে রেহাই পেয়েছেন দাবি করে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কোন নিউজ হলেই মানহানি মামলা করবো।’

এ ব্যাপারে আওয়ামী লীগের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘যারা এসব নিয়ে বাড়াবাড়ি করছে কেন্দ্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!