জিনিয়াস মেধাবৃত্তি’র ফল ১৫ ফেব্রুয়ারি

জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ১৫ ফেব্রæয়ারি (শনিবার) প্রকাশিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) বিকাল ৪টায় নগরীর মোমিন রোডস্থ জিনিয়াস কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কে জি শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল অনুমোদন দেয়া হয়েছে।

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্রের সভাপতিত্বে পরিচালক সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জিনিয়াস উপদেষ্টা ও গবেষক জামাল উদ্দিন, জিনিয়াস উপদেষ্টা ও সিডিএ’র বোর্ড মেম্বার এম আর আজিম, জিনিয়াস সদস্য সচিব মিয়া এমএ করিম, যুগ্ম সচিব রিদওয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষায় কে জি-অষ্টম শ্রেণির সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!