জিইসির কাচ্চি এক্সপ্রেসের বিরিয়ানিতে ক্ষতিকর রং, ফ্লেভার্সে মেয়াদোত্তীর্ণ খাবার

বাসি বিরিয়ানি রাখা ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে জরিমানা গুনেছে চট্টগ্রামের কাচ্চি এক্সপ্রেস নামে একটি রেস্টুরেন্ট। তাদের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের কাচ্চি এক্সপ্রেস এ অভিযান চালানো হয়।

এছাড়া জিইসি এলাকার ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সে মেয়াদোত্তীর্ণ ও খাদ্রদ্রব্য বিক্রির জন্য প্রদর্শন করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে পতেঙ্গার মাওলানা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জিইসি ও পতেঙ্গার কাটগড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

জানা গেছে, জিইসি এলাকার ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স নামে প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির জন্য রাখা হয়েছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাবারের প্যাকেটে নিজেরাই মূল্য ও উৎপাদন তারিখ দিয়ে স্টিকার পুনরায় সংযুক্ত করে আসছিল। এ অপরাধে দোকানটিতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া কাচ্চি এক্সপ্রেসে খাদ্য তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ মসলা, বাসি বিরিয়ানি সংরক্ষণ, দুগ্ধজাত পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া খাবারে চুল পাওয়ার বিষয়ে ক্রেতার করা অভিযোগের সত্যতা পেয়ে কাচ্চি এক্সপ্রেসকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পৃথক অভিযানে পতেঙ্গার কাঠগড়ে মাওলানা ফার্মেসিতে বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm