জাহাজের ছাদ থেকে লাফ, মেঝেতে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে জাহাজের ছাদ থেকে মেঝেতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর অংশে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আব্দুর রশিদ (৫১)। তিনি এফবি মাগফেরাত নামে একটি শিপিং জাহাজে শ্রমিক (সেইলর) হিসেবে কাজ করতেন।

নিহত আব্দুর রশিদ ডবলমুরিং থানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে বলে জানা যায়।

সদরঘাট নৌ-পুলিশের ওসি মিজানুর রহমান দৈনিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কর্ণফুলীর ইছানগর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মাছ ধরার জাহাজের ছাদ থেকে নিচে পড়ে আব্দুর রশিদ নামে একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় দাঁড়িয়ে থাকা জাহাজটি কাৎ হয়ে যায়। এ সময় নিহত ব্যক্তিটি জাহাদের ছাদে ছিলেন। তখন তিনি আতঙ্কিত হয়ে লাফ দিলে জাহাজের মেঝেতে এসে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আব্দুর রশিদ নামে এক জাহাজের শ্রমিককে হাসপাতালে আনা হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm