জাল নোট কারবারি ধরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিল লোহাগাড়া পুলিশ

রমজান ও ঈদ টার্গেট করে কক্সবাজার থেকে সবজির ব্যাগে করে ২০ লাখ টাকার জাল নোট নেওয়া হচ্ছিল চট্টগ্রামে। খবর পেয়ে জাল নোটসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে দশটার সময় চট্টগ্রাম জেলার লোহাগাড়ার চুনতি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন, ভোলা জেলার দৌলতখান উপজেলার মো. বেলায়েতের ছেলে মো. রুবেল ও চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা জোট পুকরিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ওমর আলী (৫০)।

s alam president – mobile

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একহাজার টাকার ২০টি বান্ডিল জব্দ করা হয়।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, রমজানকে সামনে রেখে প্রতারক চক্রটি সবজির ব্যাগে করে জাল নোটগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে পাচার করছিল। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে মোট ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা। আটককৃত ব্যক্তি এবং পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।’

আরএম/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!