পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে ইফতার দিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা নূরুল আজিম রনি।
সোমবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় জালালাবাদের বালুচরা বাজার মোড়ে রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এ সময় নূরুল আজিম রনি বলেন, পবিত্র মাহে রমজানের ১৬তম দিনে জালালাবাদ ওয়ার্ডে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রহমত, বরকত, নাজাতের মাস রমজান। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের মোক্ষম সুযোগ মাহে রমজান। চট্টগ্রাম মহানগর যুবলীগ মাহে রমজানে সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। রমজান উপলক্ষে মাসব্যাপী চট্টগ্রাম মহানগর যুবলীগ ইফতারসামগ্রী বিতরণ অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য নাছের তালুকদার, জালালাবাদ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, আকতার হোসেন সৌরভ, মারুফ ওয়াহিদ, রেজাউল আলম রিপন, আব্দল কাদের সবুজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপসম্পাদক মিজানুর রহমান, এম আর হৃদয়, তানভীর মেহেদী মাসুদ, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শাকিল, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা ওবায়দুল আলম শাকিল।