হত্যা চেষ্টায় মামলায় জামিন চাইতে গিয়ে কারাগারে গেলেন উত্তর ঢেমশা ইউনিয়নের ভূমিদস্যু মো. শাহআলম।
সোমবার(৯ নভেম্বর) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমির আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মো. শাহআলম উত্তর ঢেমশা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল শুক্কুরের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মো. শাহআলমের বিরুদ্ধে গত ৩০ জুলাই একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুর রাজ্জাক বাদি হয়ে মো. শাহআলম গংদের বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখল ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতকানিয়া থানাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে নির্দেশ দেন।পরে সাতকানিয়া থানা তদন্ত প্রতিবেদন দাখিল করে। সোমবার (আজ) শাহআলম ওই মামলায় জামিনের জন্য চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমির আদালতে হাজির হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ বিষয়ে সত্যতা স্বীকার করে বাদির আইনজীবী আব্দুল লতিফ বলেন, সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশার শাহআলম একজন প্রকৃত ভূমিদস্যু, তার বিরুদ্ধে ভূমি দখল ও হত্যা চেষ্টায় একটি মামলা হয়েছে। ওই মামলায় সে আত্মসমর্পণ করতে আসলে আদালত তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর বিবেচনায় নিয়ে কারাগারে পাঠান। তবে এই মামলায় অপর আসামিরা জামিন পেয়েছে বলে জানান তিনি।
এসএ