জামায়াত নেতা শামশুলসহ ১০ জনের বিরুদ্ধে ১৫ কোটি টাকা মেরে খাওয়ার মামলা

বিদেশে টাকা পাচার হতে পারে বলে সন্দেহ

১৫ কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম মুহাম্মাদ শামশুল ইসলামসহ ১০ জনের নামে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন এবং প্রভিডেন্ট ফান্ড থেকে নেওয়া টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় এ মামলা করেন আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইইউসি) ট্রেজারার ড. হুমায়ুন কবির

শামশুল ইসলাম ছাড়া অন্য আসামিরা হলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক আব্দুল হামিদ চৌধুরী, অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন, অধ্যাপক আলী আজাদী, তফিকুর রহমান, কামাল উদ্দীন, প্রফেসর মাহাবুবুর রহমান এবং আব্দুল খালেক।

তাদের বিরুদ্ধে মোট ১৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আইআইইউসির ৫৫০ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড থেকে নেওয়া ঋণের টাকা আদায় করে তা অ্যাকাউন্টে জমা না করে আসামিরা পরস্পরের যোগসাজশে ২০১৭-২০১৮ অর্থবছর থেকে ২০২০-২০২১-এর মধ্যে আত্মসাৎ করেছেন— যা অডিট প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর বিদেশে থাকা বেয়াই ও শামশুল ইসলামের ছেলের মাধ্যমে টাকাগুলো বিদেশে পাচার করে থাকতে পারেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm