জামায়াতের নায়েব শামসুলকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ আদালতের

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

হাটহাজারীতে ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় পুলিশের করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার (২৯ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়া ইকবালের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় আদালতে আ ন ম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ জানান, হেফাজতে ইসলাম হাটহাজারীতে সংঘর্ষ, মাদ্রাসার ছাত্ররা হাটহাজারীর থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং সহিংসতার ঘটনায় শামসুল ইসলাম জড়িত—এমন তথ্য ছিল।

এ ঘটনায় পুলিশের করা দুই মামলায় আ ন ম শামসুল ইসলামকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে হাটহাজারী থানা পুলিশ। আদালত উভয়পক্ষের শুনানি শেষে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।

আরএম/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!