জাতীয় শোক দিবস পালন করল বিজিএমইএ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

বুধবার (১৭ আগস্ট) এ উপলক্ষে খুলশীর বিজিএমইএ ভবনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এম এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন পরিচালক মোহাম্মদ মুসা, মো. সাইফ উল্ল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে জাতি শোকাহত ও মর্মাহত। বঙ্গবন্ধুর অবদানেই আজ বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক মন্দার চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে শিল্প মালিকসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm