জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদে চট্টগ্রামের ৫ নেতা জায়গা পেয়েছেন। ১৬ জন নেতাকে পদোন্নতি দিয়ে রওশন এরশাদের দেওয়া বিবৃতির একদিন পর জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে ৩৭জনের নাম ঘোষণা করেলেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে ভাইস চেয়ারম্যান হিসেবে হিসেবে দায়িত্ব পাওয়া ৩৭ জনের মধ্যে চট্টগ্রাম থেকে মোরশেদ মুরাদ ইব্রাহিম, মাহ্জাবিন মোরশেদ, অ্যাডভোকেট শামসুল আলম মাস্টার, নজরুল ইসলাম ও দিদারুল কবির দিদারের নাম রয়েছে। একই বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির আরও আটজন উপদেষ্টা এবং ১৪ জন যুগ্ম মহাসচিবের নামও ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার দলের ১৬ নেতাকে পদোন্নতি দিয়ে সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠান জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রওশন এরশাদের দেওয়া সেই তালিকায় মাহজাবিন মোরশেদকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছিল। সে সময় দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছিলেন দলের গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদের এই ক্ষমতা নেই। দলের চেয়ায়ম্যান, কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বসে ওই তালিকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর একদিন পর শুক্রবার নতুন এই ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এআরটি/এসএস