জাতীয় নেতাদের সম্মানে স্মৃতিবৃক্ষ লাগানো হবে রাউজানে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং দেশের বিশিষ্টজনদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচান্দ নগর গ্রামে স্মৃতিবৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি’।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান এ কে ফজলুল হক চেয়ারম্যানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি প্রণয়নকল্পে স্থানীয় তরুণদের সাথে আমরা করবো জয়-এর উদ্যোগে শুক্রবার (৯ জুলাই) হযরত ওচমান আলী মাস্টার (র.)-এর বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে কমিটির কেন্দ্রীয় মহাসচিব ও ডাব্লিউএসওর সিইও লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, প্রকৃতির অভিশাপ থেকে মুক্তি পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণের মতো মহৎ কর্মসূচিকে অনন্য রূপ দিতে স্থানীয় মুরব্বিদের সম্মানে স্মৃতি বৃক্ষরোপণের আহবান জানান তিনি।

বিশিষ্ট সমাজসবক এনামুল হকের সভাপতিত্বে ও আইন কলেজ ছাত্রলীগ নেতা কামরুল আলম মিন্টু সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ওয়েল গ্রুপের জিএম শওকত নোমান বাবু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মঈনুল হক, নিউ উড-ফেয়ারের সত্বাধিকারী শওকত জামান, রাউজান কন্ঠ সম্পাদক শিরিন হক, চবির হিসাব নিয়ামক দপ্তরের কর্মচারী শাহীন শওকত তাহা।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন তরুণ সমাজকর্মী মাসুক হোসেন মাসুদ, সাইফুল আলম, মীন হাসান, শুকলাল দাস প্রমুখ।

সভায় মরহুমের সন্তান শওকত বাঙালি কর্মসূচি ঘোষণা করেন গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও পাঠাগারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ, বিভিন্ন স্থানে স্মৃতি বৃক্ষরোপণ এবং দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ।

প্রধান অতিথি শওকত নোমান নিজের পিতা-মাতা-স্বজনদের নামে বৃক্ষ রোপণের মাধ্যমে এ অনন্য উদ্যোগে সামিল হতে তরুণদের আহবান জানিয়ে বলেন, এতে সবুজ গ্রামের সাথে মনও সবুজাভ হয়ে উঠবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!