জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানের ইন্তেকাল

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক, খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান ইন্তেকাল করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে খাতিম্যান এ রাষ্ট্রবিজ্ঞানী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ফেরদৌস হোসেন জানান, রোববার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে গাজীপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামানকে।

s alam president – mobile

১৯৩৮ সালের ১ জুলাই সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তালুকদার মনিরুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০৬ সালে অবসরে যান তিনি। ওই বছরই সরকার তাকে জাতীয় অধ্যাপক মনোনীত করে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!