জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ নন-সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সিআরবি সাত রাস্তা মোড়ে প্রস্তাবিত রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের শ্রম অফিসার সম্পাদিকা কাজী লায়লা আক্তার এটলী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বন্দর সিবিএ এর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।
অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিডিএ সাধারণ সম্পাদক বৃহত্তর চট্টগ্রাম পার্বত্য অঞ্চল গাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও শ্রমিক নেতা মোস্তফা কামাল টিপু, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ এর সভাপতি জনাব রেজাউল করিম, রূপালী ব্যাংক সিবিএর সভাপতি কাজী হাসান মুরাদ, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী সভাপতি মো. শাহজাহান, কৃষি ব্যাংক সিবিএর কার্যকরী সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সভাপতি ফয়জুল মামুন খান।
আরও উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন বাজার দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এমএ জিন্নাহ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রচার সম্পাদক মুকুল হোসেন, চট্টগ্রাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী, কোতোয়ালী থানা রোডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিক, চট্টগ্রাম মহানগর যুব শ্রমিক লীগের আহ্বায়ক কাজী নজরুল ইসলাম টিটু, সদস্য সচিব মো. মনির হোসেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ সিআরবি শাখার সদস্য শান্তনু দাস, রেল শ্রমিক লীগ কারখানা শাখার সাধারণ সম্পাদক মাধব চন্দ্র বিটু মল্লিক, চট্টগ্রাম শাখার আইন বিষয়ক সম্পাদক আলিফ মাঈনু নির্ঝর।
আলোচনা সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে কাজ করার এবং আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়গুলি জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান।