জলাতঙ্কের টিকা পেল নগরীর ১০ হাজার ৯১৮ কুকুর

চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয়ের উদ্যাগে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির মধ্যে গত ৫ দিনে ১০ হাজার ৯১৮টি কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।

চট্টগ্রামে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি উপলক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪৫টি টিম সদস্য ৯০ জন, সার্ভেয়ার ৪৫ জন, টিকা প্রদানকারী ৪৫, লোকাল ৪৫ জন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নিশ্চিত করেছেন শনিবার (২১মার্চ) ৫ দিনের এই কর্মর্সূচির কার্যক্রম শেষ হয়। প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকারের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এই কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন।

আরএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!