জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটালো চকবাজার থানা

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় জীবাণুনাশক ছিটিয়েছে পুলিশ। এ কাজে ব্যবহার করা হয়েছে পুলিশের দাঙ্গা দমনের কাজে ব্যবহৃত জলকামান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১ টায় চকবাজার থানার সামনে থেকে শুরু হয়ে চট্টেশ্বরী, গোলপাহাড়, মেহেদিবাগ, জিইসি হয়ে ওয়াসা মোড়সহ প্রায় ৭ কিলোমিটার এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ব্লিচিং পাউডার মেশানো পানি দিয়ে প্রথমে পুরো থানার আশেপাশের এলাকা জীবানুমুক্ত করা হয়। পরে থানা এলাকার ৭ কিলোমিটার সড়কে জলকামানের মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হয়েছে। এছাড়া প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা, বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক মাইকিং অব্যাহত আছে।

এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নগরীর দামপাড়ায় ব্লিচিং পাউডারসহ জীবাণুনাশক নানা উপকরণ মেশানো পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

এএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!