জমি দখলে ব্যর্থ হয়ে চন্দনাইশে মাছের প্রজেক্টে হামলা

চন্দনাইশ থানার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকায় সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টায় জমি দখল ও ৫লাখ টাকা চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে নুর এলাহী বাবুল নামের একজনের মাছের প্রজেক্টে ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী। মাসখানেক আগে জেল থেকে জামিনে বের হওয়া ডজন মামলার আসামি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজিজুল হক চৌধুরী রিকনের নেতৃত্বে এ ভাঙচুর চালানো হয়েছে । এ ঘটনায় বানু মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র জানায়, আজিজুল হক চৌধুরী রিকন বৈলতলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ধর্ম অবমাননাসহ নানা অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে। রাজাকার পুত্র রিকন দীর্ঘদিন ধরে বাবুলের জায়গা দখলের চেষ্টা করছিল। মাসখানেক আগে জেলে থেকে বেরিয়ে এসে আবারো বাবুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে । বাবুল এজন্য ১০-১২ আগে রিকনের নামে চন্দনাইশ থানায় একটি অভিযোগ করেন। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে এগারোটায় তার চারভাইসহ রিটন ও মোরশেদ, এলিন,আকাশ কবির তুষার, আবু হানিফ, আজিজুল হক টিংকু, ইমরুল কায়েস, বানু মিয়া, আজিজুল হক রিংকু সহ আরো ১০-১২জনের একদল সন্ত্রাসী নিয়ে বাবুলের মাছের প্রজেক্টে ভাঙচুর শুরু করে। এ সময় তারা প্রজেক্টের চারপাশে দেওয়া টিনের বেড়া সহ ঘরে ভাঙচুর করে। খবর পেয়ে বাবুলের পরিবার বাধা দিতে গেলে তাদের অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেয় রিকন। স্থানীয় মেম্বার মহিম বিষয়টি ফোনে চন্দনাইশ থানায় অবহিত করলে পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বাবুল রিকন সহ আরো দশজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রিকন পলাতক রয়েছে

এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বানুমিয়া নামের একজনকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। তবে এখনো রিকনকে আটক করা যায়নি।

এ ব্যাপারে নুর এলাহী বাবুল বলেন, ‌‘রিকন আমার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। জেল থেকে বেরিয়ে আবারো চাঁদা দাবি করলে আমি থানায় একটি অভিযোগ করি। সোমবার রাতে হঠাৎ করে আমার মাছের প্রজেক্টে ভাঙচুর শুরু করে। আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তায় আছি। ’

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করার পর আমরা বানু মিয়া নামের একজনকে আটক করি। রিকন সহ অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!