চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা মহামারীতে বিশ্ব যখন ভয়াবহ দুর্যোগময় পরিস্থিতির মুখোমুখি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দক্ষ পরিচালনায় এদেশের অর্থনীতি স্বাভাবিক ছিল। দেশের মানুষ যাতে কষ্টে না পড়ে সেজন্য দেশব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। একদিকে করোনা প্রতিরোধ অন্যদিকে মানুষের অন্নসংস্থান, একই সঙ্গে দু’টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে। তবে সরকারের এই প্রচেষ্টার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করেছেন। সরকারের সহায়ক শক্তি হয়ে দেশের মানুষের প্রতি তাদের এই নিবেদনের কারণে আজ বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়নি।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে চন্দ্রনগর এলাকায় জালালাবাদ ওয়ার্ড ‘গ’ ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে চার শতাধিক মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আ জ ম নাছির বলেন, শ্রীলঙ্কায় আজ চালের কেজি সেদেশের মুদ্রায় ৫০০ টাকা। যা অকল্পনীয় একটি ব্যাপার। কিন্তু করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে চলছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এয়াকুব, ‘গ’ ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, সহসভাপতি মো. হান্নান, আনোয়ার।
আরও উপস্থিত ছিলেন ‘গ’ ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামশুদ্দিন বাদল, সদস্য মো. কাশেম, নাসিম, নবী আলম, মিন্টু সাত্তার, লিটন, নাছির, আনোয়ার, শাহজাহান, নূর হোসেন, হানিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গ’ ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ চৌধুরী।