জনসংহতির দুই গ্রুপের সংঘর্ষ, পড়ে আছে অচেনা ৩ লাশ

রাঙামাটির রাজস্থলী

রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ৩ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ‘আমরা জেনেছি, ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অভ্যন্তরীণ দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। প্রাথমিকভাবে জানা গেছে নিহত তিনজনই জনসংহতি সমিতির সদস্য। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে, পৌঁছাতে সময় লাগবে।’

এ ব্যাপারে কথা বলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কমিটির নেতাদের মুঠোফোনে যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উথান মারমার কাছের জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে উড়িয়ে দেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!