সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার ও অতিরিক্ত জেলা জজ আলমগীর মুহাম্মদ ফারুকীর পিতা, চট্টগ্রাম নগরীর আলকরণের বিশিষ্ট সমাজসেবক গোলাম মুহাম্মদ ফারুকী ইন্তেকাল করেছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে গোলাম মুহাম্মদ ফারুকীর বয়স হয়েছিল ৭৩ বছর।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় নগরীল লালদিঘি মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় নামাজে জানাজা আজ বাদ আসর রাউজানের গ্রামের বাড়ি সর্ত্তার আকবর শাহ বাড়িতে অনুষ্ঠিত হবে।
গোলাম মুহাম্মদ ফারুকীর চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের সর্ত্তা গ্রামের কৃতি সন্তান।