চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলার লোহারপুল এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা এ হামলায় চালায়।
আহত দুইজন হলেন—এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাম্যান মো. পারভেজ। এদের মধ্যে জিয়াদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর আগে শনিবার ভোরে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার বিস্তারিত সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিকরা।
এখন টিভির প্রতিবেদক ফয়সাল করিম জানান, জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ ৫০-৬০ জন লোক তাদের ওপর হামলা করে। এসময় তারা দেশীয় অস্ত্র ও গাছ দিয়ে আঘাত করে। তাদের বহনকারী অটোরিকশাতেও হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ও মানব্যাগও ছিনতাই করে নিয়ে যায়; ভাংচুর করে ক্যামেরা।
চিকিৎসকরা জানান, জিয়াদ মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন।
সিইউজের নিন্দা ও প্রতিবাদ
এখন টিভির ব্যুরো প্রধান জিয়াদসহ দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল নিন্দা ও প্রতিবাদ জানান। রোববার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক সবুর শুভ অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু ঘৃণ্যই নয়, ন্যাক্কারজনক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
রাজনৈতিক দলের নেতাদের প্রশ্রয় পাওয়া এসব সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা খুবই দুঃখজনক ও সংশ্লিষ্ট নেতাদের ব্যর্থতার জলন্ত উদাহারণ।
সিইউজে নেতারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে তথ্য জানানো এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে মাঠে ময়দানে কাজ করেন। তাদের ওপর হামলা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করছি।
নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দুই সাংবাদিকের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজকে সাথে নিয়ে সিইউজে কঠোর কর্মসূচি বাস্তবায়নের দিকে অগ্রসর হবে।
একইসঙ্গে এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
এছাড়া পৃথক বিবৃতিতে চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন সীতাকুণ্ডে সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় নিন্দা ও জড়িতদের শাস্তি দাবি করেছেন।



