জঙ্গল সলিমপুরে হবে বিজয় মেলা, আউটার স্টেডিয়াম পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর কাজির দেউরির আউটার স্টেডিয়ামে নতুন মাঠ তৈরি করা হবে। এছাড়া ৩৪ বছর ধরে এই জায়গা অনুষ্ঠিত হওয়া বিজয় মেলা আগামীবার থেকে জঙ্গল সলিমপুরে আয়োজন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মো. ফখরুজ্জামান।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে তিনি নগরীর আউটার স্টেডিয়াম পরিদর্শন শেষে এসব কথা বলেন। এই সময় সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, ‘আউটার স্টেডিয়ামের যে মাঠ রয়েছে, সেটি আমরা সহকারী কমিশনার ও সার্ভেয়ার দিয়ে পরিমাপ করেছি। মাঠের যে অংশটুকু রয়েছে, সেটি লাল দাগ দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। আমরা সেখানে লাল খুঁটি দিয়ে দেব। মাঠের ভেতরে যদি কোনো স্থাপনা থাকে সেসব উচ্ছেদ করা হবে। এজন্য দুই সপ্তাহ সময় দেওয়া হবে।’

তিনি বলেন, ‘লাল দাগ দিয়ে চিহ্নিত করে দেওয়া জায়গা ধরে দেখা গেছে, সিটি কর্পোরেশন থেকে যারা ইজারা পেয়েছেন, তারা সবাই বাড়তি জায়গা দখল করে রেখেছেন। সেই বাড়তি জায়গাগুলো ভেঙে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে ১৫টি উপজেলায় ১৯১ ইউনিয়ন রয়েছে। ১ বছরের মধ্যে ১৯১টি খেলার মাঠ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘চট্টগ্রাম থেকে জাতীয় ও আন্তর্জাতিকমানের খেলোয়াড় তৈরি হয়েছে। শুধু ক্রিকেট নয়, সব খেলায় গুরুত্ব দিচ্ছি আমরা। চট্টগ্রামের খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছি আমরা। পলোগ্রাউডের মাঠ নিয়ে কাজ করছি। সারা বছর যাতে খেলোয়াড়রা প্রশিক্ষণ নিতে পারে সে ব্যবস্থা নিচ্ছি।’

Yakub Group

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!