ছয়তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত নির্মাণ শ্রমিক

0

চট্টগ্রামের ওয়াসা মোড়ের হাইলেভেল রোডে ছয়তলা উঁচু ভবন থেকে পড়ে মো. সালমান (২১) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

সোমবার (৫ জুন) সকাল সাড় ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই শীলাব্রত বড়ুয়া বলেন, ‘উঁচু ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় সোলাইমান নামের এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে জরুরি বিভাগেই ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।’

s alam president – mobile

জানা গেছে, কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই উঁচু ওই ভবনে কাজ করছিল নির্মাণ শ্রমিক সালমান। ছয়তলা থেকে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেকে হাসপাতালে নিয়ে যায়।

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!