ছেলের ছুরির আঘাতে বাবা খুন চন্দনাইশে
চট্টগ্রামের চন্দনাইশে ছেলে নঈম উদ্দিনের (২২) ছুরিকাঘাতে খুন হলেন বাবা কামাল উদ্দিন (৫৬)। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার বড়মা কেশুয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিনের বাড়ি বড়মা কেশুয়া পূর্বপাড়ায়।
স্থানীয়রা জানান, ছেলে নঈম উদ্দিন উঠোনে ঘোরাঘুরি করছিল। এ সময় সে হঠাৎ বাবা কামাল উদ্দিনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বুকে ও পেটে ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে কামাল উদ্দিনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে নঈম উদ্দিন দ্রুত পালিয়ে যায়। পরে কামাল উদ্দিনকে আহত অবস্থায় প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে ছেলে নঈম উদ্দিন মানসিক ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্ত্তী বলেন, ঘটনার পর ছেলে নঈম উদ্দিনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এএইচ